শেরপুর জেলার নকলা উপজেলায় ২টি মাঠ দিবস ও একটি রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি উপজেলার উরফা ইউনিয়নে বারি সরিষা-১৪ জাতের প্রদর্শনীর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন এবং গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা এলাকায় ডায়মন্ড জাতের আলু প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে উরফা ব্লকের এসএমই কৃষক কামাল উদ্দিনের বাড়ির আঙ্গীনায় কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় বীজ উৎপাদন ব্লক প্রদর্শনীর বারি সরিষা-১৪ এর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন এবং কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত ডায়মন্ড জাতের গোলআলু প্রদর্শনীর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেরপুর জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ সালমা আক্তার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রোকসানা নাসরিন ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফকির মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, উরফা ব্লকে কর্মরত উপসহকারী কৃষি অফিসার ফারুক আহমেদসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে পাইস্কা গ্রামে ডায়মন্ড জাতের গোল আলু প্রদর্শনীর মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে শেরপুর খামার বাড়ির উপপরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গৌড়দ্বার ইউপির চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রোকসানা নাসরিন ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফকির মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, পাইস্কা ব্লকে কর্মরত উপসহকারী কৃষি অফিসার মো. আব্দুর রাজ্জাকসহ স্থানীয় আলুচাষী ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।