শেরপুর চেস কমিউনিটির ২য় উন্মুক্ত ব্লিটজ টুর্নামেন্ট অনুষ্টিত হয়েছে। এতে শেরপুরের শাহজাহান নামে এক দাবা খেলোয়াড় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।
৮ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত ১১.০০ টায় শেরপুর চেস কমিউনিটির আয়োজনে শুররু হওয়া ৭ রাউন্ড স্থায়ী ৩/২ মিনিট ম্যাচের এ টুর্নামেন্টটি অনলাইনে অনুষ্ঠিত হয়।
আংশগ্রহনেকারী ৪১ জন খেলোয়াড়ের মধ্যে
৭ রাউন্ডের ওই টুর্নামেন্টে ৬.৫ পয়েন্ট পেয়ে ঢাকার মোহাম্মাদ আবু হানিফ চ্যাম্পিয়ন ও ৬.৫ পয়েন্ট নিয়ে ট্রাইবেকে রানার্সআপ শরিয়ত উল্লাহ এবং ৫ পয়েন্ট নিয়ে ২য় রানার্সআপ হয়েছে শেরপুরের শাহজাহান ।
এছাড়াও ৫ পয়েন্ট নিয়ে
আসাদ এবং আবু উমর ৪র্থ ও ৫ম হয়েছেন।
৪.৫ পয়েন্ট করে নিয়ে আব্দুর রউফ আজিজ, ফাউস্ট , ইঞ্জিঃ তারেক ৬ষ্ঠ থেকে ৮ম স্থান অধিকার করেছেন