শেরপুর জেলার নকলা উপজেলায় আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৪ আওয়ামী লীগ নেতা, ১ জন শ্রমিক নেতা ও ১ জন যুবলীগ নেতাসহ মোট ৬ জনকে দলীয় পদ ও আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার চেয়ে জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যালয়ে এবং জাতীয় শ্রমিকলীগ ও আওয়ামী যুবলীগের জেলা ও কেন্দ্রীয় কার্যালয়ে সুপারিশপত্র প্রেরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭ ফেব্রুয়ারি রবিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কার্যকরী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
চলতি বছরের ৩০ জানুয়ারি নকলা পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর নৌকা প্রতিকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ২ জন ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে সরাসরি নির্বাচনী মাঠে নেমে কাজ করার অভিযোগে আরও ৪ জনের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমানের সাক্ষরিত লিখিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দলীয় শাস্তি যোগ্য এ ৬ নেতা আওয়ামী লীগ বা অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় পদ ব্যবহার করলে তাদের বিরুদ্ধে দলের সাংগঠনিক নিয়নে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হতে পারে অনেক নেতৃবৃন্দরা মৌখিক ভাবে জানিয়েছেন।
যাদের জন্য বহিষ্কারাদেশ চাওয়া হয়েছে তারা হলেন- জেলা আওয়ামী লীগের সদস্য বিদ্রোহী প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মফিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক অনিল কুমার রায়, পৌর আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী মো. আনোয়ার হোসেন আনার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য খন্দকার রবিউল করিম মানিক ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রাকিব হাসান রনজু।
এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুর রশিদ সরকার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. গোলাম জাকারিয়া মুকুল, সাংগঠনিক সম্পাদক ও নকলা ইউপির চেয়ারম্যান আনিসুর রহমান সুজা, সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউপির চেয়ারম্যান রেজাউল হক হীরা, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তাসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।