শেরপুর জেলার সদর উপজেলায় মেছো বাঘের কামড়ে রাসেল মিয়া (৩৫) নামে একজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। রাসেল মিয়া সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের মতু মিয়ার ছেলে। পরে এলাকাবসীদের আঘাতে মেছো বাঘের বাচ্চাটি মারা যায়। শুক্রবার দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২ টার দিকে স্থানীয় আফু শেখের বাড়ির পিছনে বাঁশের ঝাড়ে এলাকাবাসী একটি মেছো বাঘের বাচ্চা দেখতে পায়। বাঘটিকে ধরতে চারিদিকে এলাকাবাসীর সমাগম দেখে বাঘের বাচ্চাটি ভয়ে পালানোর চেষ্টা করে। কোন একসময় বাচ্চাটি আত্মরক্ষার্তে রাসেল মিয়ার হাতে কামড় দিয়ে তাকে আহত করে। এলাকাবাসী বাচ্চটিকে কৌশলে ধরে ফেলে। পরে অতিউৎসুক অবুঝ অজ্ঞাত লোকের লাঠির আঘাতে বাচ্চাটি মারা যায়।
শেরপুর বন বিভাগের কর্মকর্তা আব্দুল্লাহ আল-আমিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই বাঘের বাচ্চাটিকে মেরে ফেলা হয়েছে। মৃত অবস্থায় মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।