বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ওলামা ঐক্য পরিষদের আলেচনা সভা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কাওয়ালী সন্ধ্যা নকলায় স্বপ্ন প্রকল্পের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন দেশব্যাপী পরিচিত নকলার কৃতি সন্তান কবি মার্জেনা চৌধুরী আমাদের মাঝে আর নেই শেরপুরে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শেরপুর টিটিসিতে আলোচনা সভা দোয়া মাহফিল শেরপুরের নালিতাবাড়ীতে জালে আটকা পড়া অজগর বনে অবমুক্ত শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা শেরপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে এসপি’র সৌজন্য সাক্ষাৎ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে হত্যার প্রতিবাদে নকলায় বিক্ষোভ মিছিল সামবেশ নকলায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল

ময়মনসিংহে শ্রেষ্ঠ ১০ জয়িতাকে বিভাগীয় সংবর্ধনা প্রদান

আব্দুল্লাহ্ আল-আমিন, ময়মনসিংহ:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৩৯ বার পঠিত

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় ময়মনসিংহ বিভাগের ১০ শ্রেষ্ঠ জয়িতাকে বিভাগীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরের দিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে এ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের এনডিসি মো. কামরুল হাসানের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি ও বিশিষ অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী রওশান আক্তার ভার্চুয়াল মাধ্যমে অংশ গ্রহন করেন। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মো. ব্যারিস্টার হারুন অর রশিদ বিপিএম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, মহিলা বিষয়ক উপ-পরিচালক ফেরদৌসি বেগম প্রমুখ।

৫টি ক্যাটাগরিতে ২ জন করে মোট ১০ শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত করা হয়। নির্বাচিত ও সংবর্ধিত জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী প্রথম ও শ্রেষ্ঠ জয়িতা লাকী এবং দ্বিতীয় ও শ্রেষ্ঠ জয়িতা কামরুন নাহার। শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী প্রথম ও শ্রেষ্ঠ জয়িতা ফরিদা বেগম এবং দ্বিতীয় ও শ্রেষ্ঠ জয়িতা খালেদা বেগম। সফল জননী হিসেবে প্রথম ও শ্রেষ্ঠ জয়িতা বেগম রেজিয়া রহমান এবং দ্বিতীয় ও শ্রেষ্ঠ জয়িতা আনোয়ারা আক্তার। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে সাফল্য অর্জনকারী প্রথম ও শ্রেষ্ঠ জয়িতা রাবেয়া বাসরী এবং দ্বিতীয় ও শ্রেষ্ঠ জয়িতা তাসলিমা আক্তার। সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য প্রথম শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হন আকিকুন নাহার এবং দ্বিতীয় ও শ্রেষ্ঠ জয়িতা হিসেবে নির্বাচিত হয়েছেন সবনম মুসতারি।

বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ বিভাগের সকল জেলা-উপজেলা পর্যায়ে নির্বাচিত বিভিন্ন ক্যাটাগরির ১৪৭ জন জয়িতার মধ্য থেকে ৫টি ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেষ্ঠ জয়িতা হিসেবে ১০ জনকে এ বিভাগীয় সংবর্ধনার জন্য মনোনিত করা হয়েছে।

শ্রেষ্ঠ জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে বিভাগের সেরা ১০ জয়িতাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। পরে বিভাগের সেরা জয়িতা হিসেবে নির্বাচিত এ ১০ জয়িতার বিভিন্ন কাজের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রজেক্টরের মাধ্যমে উপস্থিতিদের সামনে প্রদর্শন করা হয়। সবশেষে অতিথিবৃন্দরা বিভাগের শ্রেষ্ঠ ১০ জয়িতাদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও নগদ অর্থ তুলেদেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।