শেরপুর জেলার নকলা উপজেলায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পহেলা ফেব্রুয়ারি সোমবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ও উপজেলা বিআরডিবি মিলনায়তনে ৩০ জন করে মোট ৬০জন কৃষক-কৃষাণীকে এ প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্প-এর আওতায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষণ কর্মশালা শুরুর আগে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস-এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন কার হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল মাজেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খামার বাড়ি শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে, উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্প ময়মনসিংহ অঞ্চলের ট্রেনিং কো-অর্ডিনেটর কৃষিবিদ মো. শাহজাহান সিরাজ, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রোকসানা নাসরিন।
আলোচনা সভা শেষে এ প্রশিক্ষণ কর্মশালার নির্ধারিত প্রশিক্ষকগন প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন। এ প্রশিক্ষনে আধুনিক পদ্ধতিতে বোরো ধানের উৎপাদন কলাকৌশল, বীজ উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে; ভার্মিকম্পোস্ট, ট্রাইকোকম্পোস্ট ও গর্ত কম্পোস্ট উৎপাদন কৌশল ও সুষম সার ব্যবস্থাপনা সম্পর্কে; বেগুন ও কুমড়া জাতীয় সবজির রোগবালাই ব্যবস্থাপনা সম্পর্কে; ফলদ চারা ব্যবস্থাপনা ও বসত বাড়িতে ফলের বাগান করা সম্পর্কে এবং বিভিন্ন আইসিটি মিডিয়া পরিচিত ও কৃষি সেবা অ্যাপস এর ব্যবহার কৌশল সম্পর্কে কৃষকদের বিস্তারিত প্রশিক্ষন করানো হয়। এসময় বিভিন্ন স্তরের কৃষি কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৬০ জন প্রশিক্ষনার্থী কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
কৃষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের পরে অতিথিবৃন্দরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় আবাদ করা ধনাকুশা এলাকার ৫ একরের বোরো ধানের ব্লক প্রদর্শনীসহ বিভিন্ন কৃষি মাঠ পরিদর্শন করেন।