শেরপুর জেলার বাজিতখিলা এলাকায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিক্সার ৪ যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। নিহত এক ও আহত এক ব্যক্তির পরিচয় জানা যায়নি।
৩১ জানুয়ারি রবিবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করেছেন। নিহতরা হলেন- জেলার নালিতাবাড়ী উপজেলার নলজোড় গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রোকসানা (৩০), চাঁদগাঁও গ্রামের তায়েব আলীর ছেলে মো. সেলিম মিয়া (২৫), তিনআনী ঘুডুরাপাড়া মৃত আব্দুল হাইয়ের ছেলে আব্দুল মান্নান (৫৮), অন্য জনের পরিচয় জানা যায়নি। আর আহতরা হলেন- এ ঘটনায় নিহত রোকসানার শিশু কন্যা রুমি (৭), নন্নী বাইগপাড়া গ্রামের মিষ্টার আলীর ছেলে মামুন (২৫) ও ৬০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধ।
স্থানীয় জনগন ও পুলিশ সূত্রে জানাগেছে, নালিতাবাড়ীর নন্নী থেকে ছেড়ে আসা সিএনজি মির্জাপুর নামক স্থানে পৌঁছালে ট্রাকের সাথে সংঘর্ষে ঘটে। এতে ৭ জন হতাহতের ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও ট্র্াকটির চালক কৌশলে পালিয়ে গেছে। অজ্ঞাত ব্যক্তিদ্বয়ের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ দুর্ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ বিভাগ।