অবাদ, নিরেপেক্ষ ও সকলের অংশ গ্রহণে সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে শেরপুর জেলার নকলা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ, চলছে ভোট গণনার কাজ। ৩০ জানুয়ারি শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন চলে। এবারের নির্বাচনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি অপেক্ষাকৃত বেশি ছিলো। যদিও নকলা পৌরসভায় পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার এক হাজার ১৪৩ জন বেশি। এখানে মোট ভোটার ২৭ হাজার ১৫৯ জন, এরমধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৮ জন ও নারী ভোটার ১৪ হাজার ১৫১ জন।
নকলা পৌরসভার ১২ টি কেন্দ্রের ৮৭টি ভোট কক্ষের জন্য ১২ জন প্রিজাইডিং অফিসার, ৮৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৭৪ জন পোলিং অফিসার নিজ নিজ দায়িত্ব পালন করেছেন। তাছাড়া এ নির্বাচনী অপরাধসমূহ বিচারার্থে আমলে নেওয়া ও সংক্ষিপ্ত বিচারের নিমিত্তে একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও তাঁর সহযোগী হিসেবে একজন বেঞ্চসহকারীসহ আইন শৃঙ্খলা রক্ষার্থে বাহিনীকে আইনানুগ দিক নির্দেশনা প্রদান ও প্রয়োজনীয় সমন্বয় পূর্বক দায়িত্ব পালনের নিমিত্তে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিজিবি, পুলিশ, একটি মোবাইল টিম, একটি স্ট্রাইকিং ফোর্স ও প্রয়োজনীয় আনসার সদস্য সুষ্ঠভাবে দায়িত্ব পালনের ফলশ্রুতিতে নকলা পৌরসভাবাসী অবাদ, সুষ্ঠ, নিরেপেক্ষ ও সকলের অংশ গ্রহণমূলক একটি নির্বাচন উপভোগ করলেন।
এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান লিটন, বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রাপ্ত ধানের শীষ প্রতীকে মো. এনামুল হক রিপনসহ জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক মেয়র অধ্যাপক মো. মিজানুর রহমান নারিকেল গাছ প্রতীকে ও পৌর আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন আনার জগ প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। নকলা পৌরসভা নির্বাচনে এ ৪ মেয়র প্রার্থী ছাড়াও ১৫ জন প্রার্থী মহিলা কাউন্সিলর পদে ও ৩৮ জন প্রার্থী সাধারন কাউন্সিলর পদে প্রতীদ্বন্দ্বীতা করেছেন।
কেন্দ্র ভিত্তিক নির্বাচনী ফলাফল ঘোষণা করার জন্য উপজেলা পরিষদ মিলনায়তন প্রস্তত করা হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার তারেক আজিজ।