সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ে প্রচারণা বৃদ্ধিতে শেরপুরে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়েছে। ২৮ জানুয়ারি বৃহস্পতিবার শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা লিগ্যাল এইড কমিটি, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ডেমোক্রেসি ওয়াচ এর যৌথ আয়োজনে এবং প্রোমোটিং পিছ এন্ড জাস্টিস-এর সহযোগিতায় এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অ্যানি সুরাইয়া মিলোজ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা জজ মো. জুলফিকার হোসাইন রনি।
“সরকারি আইনী সেবা নয় বরং সামাজিক সচেতনতাই নারীর প্রতি সহিংসতা চিরতরে বন্ধ করতে পারে” এ বিষয়ের ওপর অনুষ্ঠিত বিতর্ক অনুষ্ঠানে মডরেটর হিসেবে দায়িত্ব পালন করেন শেরপুর ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশন (এসডিডিএফ)-এর সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ ইমতিয়াজ চৌধুরী শৈবাল। আর বিচারকের দায়িত্বে ছিলেন- শেরপুর ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশনের সভাপতি মণ্ডলীর সদস্য সিনিয়র শিক্ষক আবু তারেক, সাংগঠনিক সম্পাদক বিতার্কিক শুভংকর সাহা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক খন্দকার শাহরিয়ার সৌরভ।
“সরকারি আইনী সেবা নয় বরং সামাজিক সচেতনতাই নারীর প্রতি সহিংসতা চিরতরে বন্ধ করতে পারে” এ বিষয়ের ওপর অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় আফিয়া রশিদ নিঝুম, রাইদা তোরা, জাকিয়া আনজুম মুনের সমন্বয়ে গঠিত দল ছিলো বিষয়ের পক্ষে এবং সানজিদা সারা, নাবিয়া ও তাশফিয়া তারান্নুম তিফার সমন্বয়ে গঠিত দল ছিলো বিষয়ের বিপক্ষে। বিতর্ক প্রতিযোগিতা শেষে বিচারকদের রায়ে পক্ষ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে অনুষ্ঠানের সভাপতি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার আপ দলের দলনেতাসহ অন্যান্য সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ শেরপুর ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশন (এসডিডিএফ) এর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।