“এক তর্জনী এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানে “ওয়ান বাংলাদেশ”-এর শেরপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। ২৮ জানুয়ারি বৃহস্পতিবার রাতে শেরপুর শহরের নিউ মার্কেটের আলীশান হোটেল এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিতিদের সর্বসম্মতিক্রমে শেরপুর শহরের জামশেদ আলী ডিগ্রি কলেজের প্রভাষক পার্থ সারথী করকে সভাপতি ও বেসরকারি এক সংস্থার কর্মকর্তা শাহ মুহাম্মদ ইমতিয়াজ চৌধুরী শৈবালকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
পরে ওয়ান বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ ও ইতিহাস বিষয়ক সম্পাদক তরুণ চক্রবর্তীর সভাপতিত্বে ও শেরপুর জেলার নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ ইমতিয়াজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভার প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ নবগঠিত এ কমিটিতে থাকা সকলের নাম ও পদবী ক্রমানুসারে ঘোষনা করেন।
এ কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সমাজ কর্মী আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক সাংবাদিক হাকিম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক তাজমুন নাহার সিমি ও প্রভাষক মোস্তাক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক বিতার্কিক শুভংকর সাহা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শিক্ষক আবু তারেক, মুক্তিযুদ্ধ ও ইতিহাস বিষয়ক সম্পাদক প্রভাষক মঈন উদ্দিন আহমেদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক শিক্ষানবিশ এডভোকেট শাবনাজ চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক নার্গিস নাজমুন আরা, সাংস্কৃতিক সম্পাদক প্রভাষক মুন্নী জাহান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম শাহরিয়ার রবিন, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, সদস্য সুব্রত চন্দ্র বর্মণ, রুবিনা পারভীন ও রজত সাহা অন্তু।
সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি সামাজিক সংগঠন হিসেবে নারী ও শিশুসহ সকল পর্যায়ের শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার, আইসিটি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের কারিগরি সহায়তা প্রদান করার পাশাপাশি এ সংগঠটির কর্মকান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ ও সময়োপযোগী সচেতনতামূলক, গবেষণাধর্মী, পরিসংখ্যান নির্ভর যেকোন উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন করাই এ সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নব গঠিত জেলা কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোস্তাক আহম্মেদ ও প্রভাষক তাজমুন নাহার সিমি, অর্থ বিষয়ক সম্পাদক সাংবাদিক হাকিম বাবুল, মুক্তিযুদ্ধ ও ইতিহাস বিষয়ক সম্পাদক প্রভাষক মঈন উদ্দিন আহমেদ প্রমুখ। এসময় ওয়ান বাংলাদেশ কেন্দ্রীয় ও জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।