শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু শেরপুরসহ দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ নকলার ইউএনও’র সাথে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিদায়ী শুভেচ্ছা বিনিময় নকলার ইউএনও ও সমাজসেবা কর্মকর্তাকে অফিসার্স ক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা নকলায় সাংবাকিদের সাথে বিদায়ী ইউএনও’র মতবিনিময় সভা নকলায় বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন নকলার ইউএনও সাদিয়া উম্মুল বানিনকে প্রেসক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা শেরপুরের নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন নকলা প্রেসক্লাব’র উন্নয়নে তারুণ্যের অর্জনে সর্বসাধারনের আস্থা

নকলায় নৌকা প্রতীকের ভোট প্রার্থনায় ভোটারদের দ্বারে দ্বারে শিক্ষকসমাজ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৪৩৪ বার পঠিত

শেরপুর জেলার নকলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করতে নির্বাচনী মাঠে নেমেছেন উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকগন।

অনুষ্ঠেয় নকলা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান মেয়র মো. হাফিজুর রহমান লিটনের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা ও দোয়া কমনায় ব্যস্ত সময় পার করছেন তাঁরা।

২৭ জানুয়ারি বুধবার দুপুরে নকলা শহরের বিভিন্ন গলিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রচারনায় ব্যস্ত শিক্ষকদের মধ্যে কারও হাতে লিফলেট, কেউ লিফলেট বিতরণ করছেন, কেউ কেউ ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চাইছেন, আবার তাদের মধ্যে অনেকেই আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বর্তমান মেয়র মো. হাফিজুর রহমান লিটনের পক্ষে ভোটারদের কাছে দোয়া চাইছেন। ব্যবসায়ী ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি সকলের কাছে দোয়া কামনা করছেন আদর্শ জাতি গড়ার কারিগর খ্যাত শিক্ষকরা।

যেসকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন নৌকা প্রতীকের পক্ষে ভোট ও দোয়া প্রার্থনার এ কার্যক্রমে অংশ নিয়েছেন সেসকল প্রতিষ্ঠানের মধ্যে- চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজ, নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসা, ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, চন্দ্রকোনা কলেজ, ধুকুড়িয়া আলিম মাদ্রাসা, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা, নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, মমিনাকান্দা আল আমিন দাখিল মাদ্রাসা, গনপদ্দী উচ্চ বিদ্যালয়, ধনাকুশা উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন, কৃষ্ণপুর দাখিল মাদ্রাসা, কলাপাড়া এম.ইউ দাখিল মাদ্রাসা, কায়দা বালিকা দাখিল মাদ্রাসা, হাজী জমির উদ্দিন দাখিল মাদ্রাসা, বারমাইসা দাখিল মাদ্রাসা, তারাকান্দা দাখিল মাদ্রাসা, চিথলিয়া দাখিল মাদ্রাসা, নারায়নখোলা পশ্চিম আদর্শ উচ্চ বিদ্যালয়, ছত্রকোনা মোফাজ্জলিয়া দাখিল মাদ্রাসা, উরফা গোরস্থান দাখিল মাদ্রাসা উল্লেখযোগ্য।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।