বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ফুল ও গাছের চারা বিক্রি করে বছরে সঞ্চয় লাখ টাকা নকলায় জিয়া মঞ্চ’র উপজেলা কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ ৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস বাংলাদেশের চিলমারীর রিকতা বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতী নিহত, নানী আহত নকলায় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন

নকলা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রচারে ব্যস্ত দলিত ক্ষুদ্র নৃগোষ্ঠী

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ২৯৫ বার পঠিত

শেরপুর জেলার নকলা পৌর সভার নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষে সব পেশাশ্রেনীর ভোটারদের মতো একাট্টা হয়ে প্রচারনার কাজে নির্বাচনী মাঠে নেমেছেন ঋষি রবিদাস দলিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগন। আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে প্রার্থী বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটনের পক্ষে সমর্থন ও ভোট প্রার্থনায় অন্যান্য কর্মী-সমর্থকদের মতো নকলা পৌরসভার ভোটারের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছেন তাঁরা।

এর অংশ হিসেবে ২৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে মাউড়া এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ঋষি রবিদাস দলিত ক্ষুদ্র নৃগোষ্ঠী ঐক্যপরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি শ্রী সুনীল রবি দাস ও সাধারণ সম্পাদক রিপন রবি দাসের নেতৃত্বে সংগঠনটির নেতৃবৃন্দ ও ঋষি রবিদাস দলিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাধারন ভোটাররা বাড়ি বাড়ি ঘুরে নৌকা প্রতীকে ভোট প্রার্থনার পাশাপাশি ভোটারদের মাঝে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করছেন। নৌকা প্রতীকে ভোট প্রার্থনা ও নৌকা প্রতীকের লিফলেট বিতরণকালে তাদের সাথে স্বপন রবি দাস, সঞ্জিত রবি দাস, রাজ কুমার রবি দাস, সুজন রবি দাসসহ অনেকে উপস্থিত ছিলেন।

ঋষি রবিদাস দলিত ক্ষুদ্র নৃগোষ্ঠী ঐক্যপরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি শ্রী সুনীল রবি দাস বলেন, আমরা বরাবরের মতো অনুষ্ঠেয় নকলা পৌরসভা নির্বাচনেও নৌকার পক্ষে নিরলস কাজ করে আসছি। তিনি জানান, নকলা পৌরসভার বিভিন্ন এলাকায় অন্তত ৬২ টি পরিবারের প্রায় ২০০ ভোটার রয়েছেন। তারা সকলেই নৌকা প্রেমী, নৌকা ছাড়া মেয়র পদে কোন প্রতীকে ভোট দিবেন না। তবুও ঋষি রবিদাস দলিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভোটারসহ সকল পেশা শ্রেণীর ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন তারা।

উল্লেখ্য, অনুষ্ঠেয় নকলা পৌরসভার মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর নির্বাচিত করতে আগামী ৩০ জানুয়ারি শনিবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন করা হবে। এ নির্বাচনে নকলা পৌরসভায় মোট ২৭ হাজার ১৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর জন্য ১২টি কেন্দ্রের ৮১টি ভোটকক্ষ প্রস্তুতের লক্ষে কেন্দ্র পরিদর্শনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার তারেক আজিজ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।