শীতের দিনে বাড়ির ছাদে বা ঘরের মধ্যে অনেকেই বারবিকিউ করছেন এই সময়ে। কিন্তু নানা স্বাদের সামুদ্রিক মাছের (সি ফিশ) বারবিকিউ খেতে চাইলে চলে যেতে পারেন রাজধানীর বিজয় নগরের ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসে। হোটেলটির ছাদে পুলের পাশে মনোরম পরিবেশে বসে নিতে পারবেন নানা ধরনের পোড়া মাছের স্বাদ। সেই সঙ্গে থাকবে লাইভ মিউজিক।
প্রিয়জনকে নিয়ে নিরিবিলি বসে গান শোনা আর বারবিকিউ খেতে খেতে শীত উপভোগের দারুণ এই সুযোগ মিলবে ২১ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি ২০২১ পর্যন্ত। ফার্স হোটেলের ছাদে অবস্থিত স্কাই ডেক রেস্তোরাঁর এই আয়োজন রাখা হয়েছে বুফে হিসেবে। আগে থেকে টেবিল বুক করে রাখতে চাইলে ফোন করুন ০১৭৬৮৬২২০৩৭ নম্বরে।