বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন বিষয়ক সচেতনতামূলক সভা ভাগ্নার জন্মদিন উপলক্ষে ২০২০ সালে লেখা সদ্য প্রয়াত মার্জেনা চৌধুরী’র কবিতা ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় নকলা প্রেসক্লাব পরিবারের পূজামন্ডপ পরিদর্শন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় নকলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ফাহিম চৌধুরীর শারদীয় শুভেচ্ছা বিনিময় আর্থিক অনুদান প্রদান নকলায় বন্যাক্রান্ত পূজামন্ডপে পূজা উদযাপন পরিষদের সহায়তা প্রদান নকলা-নালিতাবাড়ীর বন্যার্তদের পাশে প্রকৌশলী ফাহিম চৌধুরী নকলা ও ফুলপুরের বন্যার্তদের পাশে নকলার সিনিয়র-জুনিয়র বন্ধুমহল শেরপুরে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী : সর্বমহলে প্রশংসা নকলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৩ শতাধিক বন্যার্তের মাঝে খাবার বিতরণ নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

নকলায় নির্বাচনী প্রচারনা সভায় জনতার ঢল : মেয়র প্রার্থী লিটনকে নৌকা উপহার

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৪৯৫ বার পঠিত

শেরপুর জেলার নকলা পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় ভাবে নৌকা প্রতীক পাওয়ার পরে এবার ভোটারদের কাছথেকে নৌকা উপহার পেলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটন।

২৪ জানুয়ারি রবিবার রাতে পৌরসভার দড়িপাড়া গ্রামের তরুণ ও খেটে খাওয়া সাধারন ভোটারদের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারনা সভায় এ গ্রামের কনিয়াপাড়া এলাকার শতাধিক নারী-পুরুষ বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটনের উন্নয়নমূলক কর্মকান্ডে সন্তোষ্ট হয়ে এবং দেশ ও জাতির উন্নয়নের প্রতীক খ্যাত নৌকার প্রতি অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হাফিজুর রহমান লিটনকে মনেপ্রানে ভালোবেসে তাঁর হাতে সোনালী নৌকা তুলেদেন।

নির্বাচনী প্রচারনা সভার অংশ হিসেবে রবিবার রাতে বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের সভাপতিত্বে দড়িপাড়া এলাকায় এক সভা করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

আবুল খায়ের খায়রুলের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী প্রচারনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বানেশ্বরদী ইউপির চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মো. মজিবর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, তাড়াকান্দা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আতাউর রহমানসহ এলাকাবাসীর পক্ষে উপজেলা বিদ্যুত কারিগরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আশরাফ আলী, দলিল লেখক মো. দুলাল সরকার, নাজমুল হাসান রাসেল,মাহবুবুল আলম প্রমুখ।

এসময় আওয়ামী লীগের মনোনিত বিজয়ী বিভিন্ন ইউপির চেয়ারম্যানগন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকসহ স্থানীয় বিভিন্ন পেশাশ্রেনীর সহস্রাধিক নারী-পুরুষ ভোটার উপস্থিত ছিলেন।

দড়িপাড়া গ্রামের তরুণ ও খেটে খাওয়া সাধারন ভোটারদের আয়োজনে শীতের রাতে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারনা সভায় কনকনে শীতকে উপেক্ষা করে নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি দেখে নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে সকলে প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ সন্তোষ প্রকাশ করেন। বক্তারা তাদের বক্তব্যের ফাঁকে অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষে উপস্থিতিদের কাছে মন্তব্য জানতে চাইলে উপস্থিত সবাই দুই হাত তুলে নৌকার পক্ষে সমর্থন জানান এবং এ নির্বাচনে নৌকা প্রতীকের নিরঙ্কুশ বিজয়ের লক্ষে নি:স্বার্থে নিরলস ভাবে নির্বাচনী মাঠে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা। এসময় উপস্থিত ভোটাররা নৌকার পক্ষে বিভিন্ন শ্লোগানে শ্লোগানে পুরো এলাকা মুখরিত করে তুলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।