শেরপুর জেলার নকলা পৌর সভার নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের নিরঙ্কুশ বিজয়ের লক্ষে সব পেশাশ্রেনীর ভোটারদের মতো একাট্টা হয়ে প্রচারনায় নেমেছেন নকলা বাজারের সব ধরনের ব্যবসায়ীরা। আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে প্রার্থী হয়ে মাঠ চষে বেড়াচ্ছেন বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটন। তাঁর পক্ষে দোয়া ও ভোট প্রার্থনায় অন্যান্য কর্মী-সমর্থকদের মতো নকলা বাজারের ব্যবসায়ীরাও ভোটারের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছেন। করছেন প্রচারনা মূলক মিটিং, মিছিল ও নির্বাচনী প্রচারনা সভা।
নির্বাচনী প্রচারনা সভার অংশ হিসেবে ২৩ জানুয়ারি শনিবার সন্ধ্যায় নকলা মধ্য বাজারে ব্যবসায়ীদের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরের সভাপতিত্বে এক নির্বাচনী সভা করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ৫টি কেন্দ্র এলাকায় নৌকা প্রতীকের প্রচার ও নির্বাচনী উপ-কমিটির সমন্বয়ক উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠিত এ নির্বাচনী প্রচারনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মো. মনিরুজ্জামানসহ ব্যবসায়ীদের পক্ষে ব্যক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মো. জয়েন উদ্দিন, শাহীন আলম, নেকতার হোসেন ও জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা গত ৫ বছরে নকলা পৌরসভার উন্নয়নের চিত্র তুলে ধরে এ পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটনকে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করতে সকলরে প্রতি আহবান জানান। তাঁরা জানান- দেশ পরিচালনার দায়িত্বে আছে বাংলাদেশ আওয়ামী লীগ, নকলা-নালিতাবাড়ীর এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী; অতএব উন্নয়নের লক্ষে স্থানীয় যেকোন নির্বাচনে প্রতিনিধি নির্বাচিত করতে হবে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীকেই নির্বাচিত করতে হবে। তা-না হলে স্বাভাবিক কারনেই এলাকার সার্বিক উন্নয়নের ধারা বাধা গ্রস্থহবে বলে তাঁরা মন্তব্য করেন।
এসময় উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, নকলা বাজারের ছোট বড় মাঝারি সকল ধরনের ব্যবসায়ী, ৫ ও ৬ নং ওয়ার্ডের সাধারন ভোটাররা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যের ফাঁকে অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষে উপস্থিতিদের কাছে মন্তব্য জানতে চাইলে উপস্থিত সকল ব্যবসায়ীরা দুই হাত তুলে নৌকার পক্ষে সমর্থন জানান।
উল্লেখ্য, নকলা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ১৬০ জন, এরমধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৮ জন ও নারী ভোটার ১৪ হাজার ১৫২ জন। ৯টি ওয়ার্ডের ভোটারদের সুবিধার্থে ১২টি কেন্দ্রের ৮১টি ভোটকক্ষের মাধ্যমে আগামী ৩০ জানুয়ারি শনিবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন করা হবে। নির্বাচন অবাদ, সুষ্ঠ ও নিরেপেক্ষ ভাবে ভোট গ্রহন করতে নির্বাচন অফিস ও নির্বাচন সংশ্লিষ্টরা নির্বাচনী কাজে ব্যস্ত সময় পার করছেন।