শেরপুর জেলার নকলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন ৩৩ পরিবারের মাঝে সরকারি (খাস) জমির দলিল ও প্রধান মন্ত্রীর উপহার হিসেবে ঘরের চাবি প্রদান করা হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে প্রথম দফার এসকল উপকারভোগীর হাতে জমির কবুলিয়ত, ডিসি আর, পর্চা ও ঘরের চাবি তুলে দেয়া হয়। ২৩ জানুয়ারি শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে প্রথম দফায় সারা দেশে ৬৬ হাজার ১৮৯ জনকে একক গৃহ প্রদান এবং ৩ হাজার ৭১৫ জনকে ব্যারাকে পুনর্বাসনের লক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে শুভ উদ্বোধন করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আম্বিয়া খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি.আই.ও) মো. জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবুল মনসুর, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেলসহ বিভিন্ন ইউপির চেয়ারম্যানগন সুবিধাভোগীদের হাতে এসকল ঘরের চাবি ও জমির কাগজপত্রাদি তুলেদেন।
এসময় উপজেলায় কর্মরত সকল দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকবৃন্দ, ভূমিহীন ও গৃহহীন সুবিধাভোগী ৩৩ পরিবারের সদস্যবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।