শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার “ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেড” এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে মোখলেছুর রহমান খান সভাপতি ও ফারুক আহম্মেদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। ২৩ জানুয়ারি শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ঝিনাইগাতী উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ সাইফুল ইসলাম, জেলা সমবায় কার্যালয়ের মো. বদরুল আলম ও মো. জয়নাল আবেদীনের সমন্বয়ে গঠিত ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি এ নির্বাচন পরিচালনা করেন। সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে এ নির্বাচন সম্পন্ন হয়েছে।
ভোট গণনা শেষে ঘোষিত ফলাফল সূত্রে জানা গেছে, সভাপতি পদে মোহাম্মদ মোখলেছুর রহমান খান দেওয়াল ঘড়ি প্রতীকে ৪০৪ ভোট পেয়ে সভাপতি, আসাদুজ্জামান আতা উড়োজাহাজ প্রতীকে ৩৬০ ভোট পেয়ে সহ-সভাপতি, মো. ফারুক আহম্মেদ খেজুর গাছ প্রতীকে ৩৪৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক, মো. মাসুদ মিয়া গোলাপ ফুল প্রতীকে ৫৮৪ ভোট পেয়ে যুগ্ম-সাধারণ সম্পাদক, মো. জামাল শেখ মোবাইল ফোন প্রতীকে ২৭৯ ভোট পেয়ে কোষাধক্ষ্য পদে নির্বাচিত হয়েছেন। তাছাড়া মো. কামরুল হাসান ফুটবল প্রতীতে ৫৮২ ভোট পেয়ে, মো. আজিজুর রহমান ঘড়ি প্রতীকে ৫৭৩ ভোট পেয়ে, ব্যবসায়ী ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির রিক্সা প্রতীকে ৪৮২ ভোট পেয়ে ও মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিলিং ফ্যান প্রতীকে ৩১৩ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, এ নির্বাচনে ৮২০ জন ভোটার নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। “ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেড” এর ৯ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক এ নির্বাচনে মো. মাসুদ মিয়া গোলাপ ফুল প্রতীকে সর্বোচ্চ ৫৮৪ ভোট পেয়ে এবং মো. জামাল শেখ মোবাইল ফোন প্রতীকে ২৭৯ ভোট পেয়ে আলাদা দুই পদে নির্বাচিত হয়েছেন।