আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির দ্বিতীয় বারের মতো সদস্য পদ পেলেন শেরপুর জেলার কৃতি সন্তান সাংবাদিক নেতা আব্দুল মজিদ। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১৭ জানুয়ারি রবিবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। এ তালিকা অনুযায়ী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর যুগ্ম মহাসচিব আব্দুল মজিদের নাম রয়েছে। এ খবরে শেরপুর জেলার সকল সাংবাদিকসহ সবপেশা শ্রেণীর মানুষ আনন্দিত। স্থানীয় ও জাতীয় বিভিন্ন গনমধ্যম ও ফেইসবুকে তাকে শুভেচ্ছাসহ অভিনন্দনের ঝড় বইছে।
সাংবাদিক নেতা আব্দুল মজিদ শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের অহংকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। এক যুগেরও বেশি সময় ধরে পেশাদারিত্বের সঙ্গে দেশের বিভিন্ন গণমাধ্যমে কূটনীতি বিষয়ক সাংবাদিকতার পাশাপাশি দেশের সর্বপ্রথম কূটনীতি বিষয়ক অনলাইন নিউজপোর্টাল ‘দি ঢাকা ডিপ্লোম্যাট’ প্রতিষ্ঠাতা। তিনি নিজে এ নিউজ পোর্টাল পেপারটি সম্পাদনা করছেন। এর আগে তিনি কূটনৈতিক বিটের রিপোর্টার হিসেবে দৈনিক সংবাদ, দৈনিক সমকাল ও বৈশাখী টেলিভিশনে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতি-ডিক্যাব’এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল ভিজিটরস লীডারশীপ প্রোগ্রাম-আইভিএলপি’-তে অংশগ্রহণ করেন তিনি। এছাড়া তিনি বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে সফর করেন ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে আজারবাইজান সফর করেছেন সাংবাদিক ও আওয়ামী লীগের নেতা আব্দুল মজিদ।
গত মেয়াদে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটিতে সফলতার সহিত দায়িত্ব পালনের ফলশ্রুতিতে তাকে পুনরায় এ উপ-কমিটিতে সদস্য পদ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বর্ষীয়ান কূটনীতিক মোহাম্মদ জমিরকে এ উপ-কমিটির চেয়ারম্যান, ড. শাম্মী আহমেদকে সদস্য সচিব করে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্যদের ছাড়াও মোট ৪৪ জন সদস্য নিয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক একবছর মেয়াদী কেন্দ্রীয় উপ-কমিটি গঠন করা হয়েছে বলে আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে।