রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন

নকলায় বিনা’র আয়োজনে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৪২২ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত স্বল্পকালীন ও উচ্চফলনশীল ফসলের জাত সমূহের পরিচিতি ও চাষাবাদ কলাকৌশল বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি বুধবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) নালিতাবাড়ী উপকেন্দ্রের আয়োজনে নকলা উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন কৃষক-কৃষাণীকে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের শেরপুর খামার বাড়ির উপপরিচালক ড. মোহিত কুমার দে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন। এতে বক্তব্য রাখেন- বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ময়মনসিংহের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও রিসার্চ কো-অর্ডিনেটর ড. মনজুরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) নালিতাবাড়ী উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মাহবুবুল আলম তরফদার, বিনা ময়মনসিংহের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাবিবুর রহমান, বিনা নালিতাবাড়ী উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল আহাম্মেদ ও কার্য ম্যানেজার কৃষিবিদ মো. শফিকুজ্জামান প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রোকসানা নাসরীন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফকির মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ও বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি অফিসারগনসহ ৬০জন প্রশিক্ষণার্থী কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত স্বল্পকালীন ও উচ্চফলনশীল ফসলের জাত সমূহের পরিচিতি ও চাষাবাদ কলাকৌশল সম্পর্কে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে কৃষকরা স্বল্পকালীন ও উচ্চফলনশীল ফসল উৎপাদন করে লাভবান হবেন বলে আশা ব্যক্ত করেন বিনা’র কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের কৃষি কর্মকর্তাগন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।