শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় সাবরিনা মনি প্রথা (১১) ও ঝিনাইগাতী উপজেলায় লিপি আক্তার (১৪) নামে ৮ম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। ১৯ জানুয়ারি মঙ্গলবার সকালে শ্রীবরদী উপজেলার ভারেরা গ্রামে ও ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া এলাকায় সন্ধ্যার সময় এ মর্মান্তিক এ ঘটনা দুটি ঘটে।
নিহত সাবরিনা মনি প্রথা শ্রীবরদী উপজেলার ভারেরা গ্রামের হাদিউল ইসলামের মেয়ে ও ভারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং নিহত লিপি আক্তার ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া এলাকার আজিজ মিয়ার মেয়ে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়া-লেখা করতো।
সাবরিনা মনি প্রথার পরিবার সূত্র জানা গেছে, পরিবারের অভিভাবকগন প্রথাকে বাড়ির বাহিরে খেলতে যেতে নিষেধ করার পাশাপাশি পড়ার টেবিলে বসতে বলায় অভিমান করে সবার অজান্তে পড়ার কক্ষের বৈদ্যুতিক পাখার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে লিপি আক্তার তার বড় বোন লিপা আক্তারের সাথে খেলতে গিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এর জের ধরে অভিমান করে সন্ধ্যার সময় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, লিপি আক্তারের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।