শেরপুর জেলার নকলা উপজেলায় ‘নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাব’-এর উদ্যোগে সাংবাদিকদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষে নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যদের সমন্বয়ে বুনিয়াদি প্রশিক্ষণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারি সোমবার বিকেলে নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. নূর হোসেনের সভাপতিত্বে এবং তথ্য ও প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভের সঞ্চালনায় এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলার কৃতি সন্তান বিশিষ্ট কবি-কলামিষ্ট প্রতিথযশা সাংবাদিক তালাত মাহমুদ।
এ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন, সহ-সভাপতি নাহিদুল ইসলাম রিজন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক শিমানুর রহমান সুখন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সুজন মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক সুমন আহম্মেদ, কার্যকরী সদস্য রেজাউল হাসান সাফিত ও রাইসুল ইসলাম রিফাতসহ অন্যান্য সদস্যবৃন্দ সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে অংশ গ্রহন করেন।
চলতি মাসের সুবিধামতো যেকোন দিন নবীন সাংবাদিকদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষে নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে বলে আলোচনায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। তাছাড়া সংগঠনটি আগামী দিনগুলোতে সুষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে ও সংগঠনের নিজস্ব প্রয়োজনে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়।