শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন

ঝিনাইগাতীতে আইনগত সহায়তা প্রদান বিষয়ক গণশুনানী

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা:
  • প্রকাশের সময় | সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ২৬৬ বার পঠিত

১৮ জানুয়ারি সোমবার দুপুরে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইগাতী বাজারের ধানহাটিতে শেরপুর জেলা লিগ্যাল এইড কমিটি ও ডেমোক্রেসি ওয়াচের আয়োজনে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। এতে আর্থিক সহায়তা প্রদান করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ও ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) একটিভিটি প্রকল্প।

ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.এ ওয়ারেজ নাইমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ জুলফিকার হোসাইন রনি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এ.এস.পি (প্রবি) স্নেহা শিষ কুমার দাস, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফায়েজুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।