সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের কর্মপরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৩৫৬ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় ‘নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাব’-এর আগামীর কর্মপরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র সাংবাদিক মোহাম্মদ হযরত আলীসহ অন্যান্য সিনিয়র সাংবাদিকদের সাথে ক্লাবটির সদস্যদের মতবিনিময় সভা অুনষ্ঠিত হয়। ১৬ জানুয়ারি শনিবার বিকেলে উপজেলার ডাক বাংলো চত্তরে নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. নূর হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার নকলা উপজেলা সংবাদদাতা মমিনাকান্দা আল আমিন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ হযরত আলী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত তরুণ সাংবাদিকের সংগঠন নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক দৈনিক আলোকিত বাংলাদেশ ও দ্যা ডেইলী এশিয়ান এজ পত্রিকার প্রতিনিধি মো. মোশারফ হোসাইন, নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি চারু বার্তা প্রতিনিধি নাহিদুল ইসলাম রিজন, যুগ্ম সাধারণ সম্পাদক তৃণমূল বার্তা প্রতিনিধি মোশাররফ হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক এবি ৭১ টিভি প্রতিনিধি শিমানুর রহমান সুখন, দপ্তর সম্পাদক জাগরণ নিউজ প্রতিনিধি সেলিম রেজা, তথ্য ও প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক আমার নিউজ প্রতিনিধি আসাদুজ্জামান সৌরভ, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক উত্তরের আলো প্রতিনিধি আব্দুল্লাহ আল-আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সরেজমিন বার্তা প্রতিনিধি মো. সুজন মিয়াসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার মূখ্য আলোচক মোহাম্মদ হযরত আলী তাঁর বক্তব্যের শুরুতেই নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যদের লেখার গুণগত মানের ভূয়শী প্রশংসা করেন। তিনি বলেন নতুন কিন্তু বিজয়ী, এ কথাটি এমনি এমনি প্রতিষ্ঠিত হয়নি। বিশ্বব্যাপী তরুণরা যেকোন কাজে সফলতা এনেছে বলেই এই মহান উক্তিটি আজ বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে। তিনি নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের আগামী দিনের কর্মপরিকল্পনা বিষয়ক পরামর্শ মূলক বিস্তারিত আলোচনায় আরও বলেন- বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তরুণদের কোন জুড়ি নেই। তবে বিভিন্ন অপকৌশলে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষে মফস্বল সাংবাদিকরা প্রতিহিংসার আগুণে জ্বলে বেশি। এছাড়াও অপসাংবাদিকতার জগতে নিজেরা মানসম্মান হারিয়ে অস্তিত্ব সংকটে পড়ার বহু নজির রয়েছে; পাশাপাশি অন্যদেরকেও মানহানী করার নজিরও আছে। তাই সত্য, নিরেপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যদের প্রতি আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।