শেরপুর জেলার শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত (নৌকা) প্রার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ ও শেরপুর শহরের সর্বস্তরের জনগন।
১৫ জানুয়ারি শুক্রবার সকালে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি’র সাথে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত শেরপুর পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন শেরপুর শহরে পৌঁছার আগে সদর উপজেলার তারাকান্দি বাজারে পৌঁছালে তাকে প্রথম দফায় ফুলের মালা পড়িয়ে বরণ করে নেওয়া হয়।
এর কিছুক্ষণের মধ্যে তাঁরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৌঁছালে সেখানে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি ও আওয়ামী লীগের মনোনিত (নৌকা) প্রার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন প্রমুখ। বক্তারা আসন্ন শেরপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে ভোট দিয়ে বর্তমান মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনকে নির্বাচিত করার আহবান জানান। এসময় জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাধারন ভোটাররা উপস্থিত ছিলেন।