শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশি অভিযান চালিয়ে বিদেশী ২৪ বোতল মদসহ সুজন মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে থানার পুলিশ। আটককৃত সুজন মিয়া উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের মোসলিম উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ জানুয়ারি শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার রাংটিয়া মধ্যপাড়া বটতলা কালিস্থান নামক এলাকা থেকে ২৪বোতল ভারতীয় মদসহ সুজন মিয়াকে হাতেনাহে আটক করা হয়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমানের নেতৃত্বে এএসআই মো. রফিকুল আলম ও আল মামুনসহ তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। ১৬ জানুয়ারি শনিবার আটককৃত সুজন মিয়াকে শেরপুর আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।