শেরপুর জেলার নকলা উপজেলায় গনপদ্দী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বছরের প্রথম পাক্ষিক সভার পরে বিদায় অনুষ্ঠান ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ১৪ জানুয়ারি বৃহস্পতিবার সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে গনপদ্দী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সভাপতি গনপদ্দী ডিজিটাল ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মো. শামছুর রহমান আবুলের সভাপতিত্বে ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মাজহারুল ইসলামের সঞ্চালনায় আলোচানা সভা ও সংক্ষিপ্ত পরিসরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গনপদ্দী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সদস্য খারজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরমান আলী, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক সুজন মিয়া, পরিবার কল্যাণ পরিদর্শিকা হাসিনা বেগম ও পরিবার কল্যান সহকারী মৌসুমি। এসময় বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউ.পি সদস্য জয়নাল আবেদীনসহ কমিটির অন্যান্য সদস্য, গনপদ্দী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সরকারি চাকরি বিধি অনুযায়ী চাকরিতে নির্ধারিত বয়সসীমা অতিক্রম করায় বাধ্যতামূলক অবসরে যাওয়া পরিবার কল্যাণ পরিদর্শিকা কামরুন্নাহার মিনা ও পরিবার কল্যাণ সহকারী শিরিনা বেগম-কে গনপদ্দী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আয়োজনে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়। গনপদ্দী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরতদের ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উদ্যোগে বিদায়ীদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।