শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক গণহত্যার জন্য ব্যবহৃত গণকবর সমূহ সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১১ জানুয়ারি সোমবার শেরপুর জেলা প্রশাসক (ডিসি) আনার কলি মাহবুব উপজেলার আহমদনগর গনহত্যায় নিহত শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তর্বক অর্পন শেষে গণকবর সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।
পরে শহীদদের স্মরণে ও তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.এ আব্দুল্লাহেল আওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, ঝিনাইগাতী সদর ইউপির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান আকন্দ ও ডিপুটি কমান্ডার শামছুল আলমসহ স্থানীয় মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আনার কলি মাহবুব স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে গিয়ে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল পরিদর্শন করেন এবং উপজেলার মুক্তিযোদ্ধাদের সাথে এক সংক্ষিপ্ত আলোচনা সভা করেন। আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করেন তিনি।