শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসেকেল বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় এসব বিতরণ করা হয়। তাছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কার্যালয় মাঠে ১৩৬ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ৫০ জনের জন্য বাইসাকেল বিতরণ করা হয়। এ উপলক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিলুফা আক্তার’র সভাপতিত্বে আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোশাররফ হোসেন, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসেসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা, কম্পেশন ম্যানেজার সুলভ রিচিল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফখরুজ্জামান সেলিম প্রমুখ।
উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে প্রাথমিক স্তরের ৭৬ জনের মাঝে এক হাজার ২০০ টাকা করে, মাধ্যমিক স্তরের ৪৪ জনের মাঝে ৩ হাজার টাকা করে ও উচ্চ মাধ্যমিক স্তরের ১৬ জনসহ মোট ১৩৬ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে মোট ৩ লক্ষ টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। তাছাড়া এদিন আরও ৫০ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা ট্রাইবাল এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।