শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় রয়েল স্টেজ ব্যান্ডের ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উজেলার সীমান্তবর্তী খলচান্দা গ্রাম থেকে এসব উদ্ধার করেন ময়মনসিংহ ৩৯ বিজিবি’র বারমারী কোম্পানীর সদস্যরা।
জানা গেছে, ময়মনসিংহ ৩৯ বিজিবি’র বারমারী কোম্পানীর চৌকিদার টিলা সীমান্ত ফাঁড়ির হাবিলদার আব্দুল খালেকসহ পাঁচ সদস্যের টহলদল পোড়াগাঁও ইউনিয়নের খলচান্দা গ্রামের দিকে টহলে যাচ্ছিল। এসময় মাদক চোরাচালানকারীরা মাদক পাচারের সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মদের বোতলগুলো ফেলে রেখে দৌঁড়ে পালিয়ে যায়। পরে হাবিলদার আব্দুল খালেক মদের বোতল উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান।
সীমান্তে মাদক পাচাররোধে বিজিবি’র এ ধরনের টহল অব্যাহত থাকবে বলে জানান, ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের বারমারী বিজিবি’র ইকো কোম্পানী কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন।