নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শেরপুর জেলা শাখার উদ্যোগে ৩ শতাধিক গরীব অসহায় শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ৫ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২ টার দিকে শেরপুর শহরের নতুন বাসটারমিনাল এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুবকর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি শেরপুর জেলা শাখার সহ-সভাপতি শামসুন্নাহার কামালের সভাপতিত্বে সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থবিধি মেনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি শেরপুর শাখার সাধারন সম্পাদক ও সদর উপজেলার কামারেরচর ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট শেরপুর জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রেডক্রিসেন্ট শেরপুর শাখার কার্যনির্বাহী সদস্য ও শেরপুর প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, শেরপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস.এম সাব্বির আহাম্মেদ খোকন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাসান, সাবেক যুবপ্রধান ও কার্যনির্বাহী সদস্য নূর-ই আলম চঞ্চল, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক বাবুল মিয়া, যুবলীগ নেতা মো. আব্দুল মতিন ও ওয়াশীম আক্রাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর আহাম্মেদ পাপ্পু, বাংলাদেশ রেডক্রিসেন্ট শেরপুর শাখার যুব প্রধান ও জাতীয় যুব কমিশন সদস্য ইউসুফ আলী রবিনসহ রেডক্রিসেন্টের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি রেডক্রিসেন্ট শেরপুর জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান তাঁর বক্তব্যে ঘোষনা দেন যে, যে সকল শীতার্তরা শীত নিবারনের জন্য এখনও কম্বল বা শীতবস্ত্র পায়নি তাদের মাঝে দ্রুত সময়ের মধ্যে নিজের অর্থায়নে কম্বল বা শীতবস্ত্র বিতরণ করা হবে। শেরপুরের কোন মানুষ যেমন অনাহারি থাকেন না, তেমনি কোন অসহায়-দরিদ্র মানুষ শীতার্ত থাকবে না বলে তিনি জানান।