শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা:
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার খারামোরা গ্রামের হিরামন চিরান (৫) নামে এক শিশু ইজিবাইক থেকে ছিটকে পড়ে গিয়ে নিহত হয়েছে। ৪ জানুয়ারি সোমবার দুপুরের দিকে উপজেলার সীমান্ত সড়কের মায়ের মাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
হিরামন চিরান তার নানী হেলেনা চিরানের সাথে বাবেলাকোনায় শীতবস্ত্র আনতে যাওয়ার পথে ব্যাটারিচালিত চলন্ত ইজিবাইক থেকে ছিটকে পড়ে গিয়ে নিহত হয়। সে উপজেলার খারামোরা গ্রামের হিরো রেমা-এর মেয়ে। এ ঘটনায় হিরামন চিরানের নানী হেলেনা চিরান গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে উপজেলার বাবেলাকোনা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যালয়ের উদ্যোগে বিতরণকৃত শীতবস্ত্র নেওয়ার জন্য হিরামন চিরান তার নানী হেলেনা চিরানের সাথে বাড়ি থেকে বাবেলাকোনায় যাচ্ছিল। এ সময় মায়ের মাজার এলাকায় চলন্ত ইজিবাইক থেকে নানী হেলেনা চিরান ও হিরামন চিরান সড়কে পড়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হিরামন চিরানকে মৃত ঘোষণা করেন। আর তার নানী হেলেনা চিরানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। শ্রীবরদী থানার এস.আই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।