মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজকে বিদায় সংবর্ধনা রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন’র নকলা উপজেলা শাখার কমিটি গঠন কল্পে আলোচনা সভা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শফিকের মরদেহ ৫৯ দিন পর কবর থেকে উত্তোলণ নকলায় গরুচুরি বৃদ্ধিতে আতঙ্কে কৃষক! টহল পুলিশের কার্যক্রম জোরদারের দাবি নকলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন নকলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে জুয়েল মিয়াকে পদায়ন নালিতাবাড়ীতে উইন ২০৭ ধান’র নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা নকলা স্ববল প্রজেক্ট’র স্থানীয় নেতৃত্বে মাল্টি স্টেকহোল্ডার ফোরাম গঠন বিষয়ক কর্মশালা

শ্রীবরদীতে শীতবস্ত্র আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় হতাহত ২

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ২৯৮ বার পঠিত

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা:

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার খারামোরা গ্রামের হিরামন চিরান (৫) নামে এক শিশু ইজিবাইক থেকে ছিটকে পড়ে গিয়ে নিহত হয়েছে। ৪ জানুয়ারি সোমবার দুপুরের দিকে উপজেলার সীমান্ত সড়কের মায়ের মাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

হিরামন চিরান তার নানী হেলেনা চিরানের সাথে বাবেলাকোনায় শীতবস্ত্র আনতে যাওয়ার পথে ব্যাটারিচালিত চলন্ত ইজিবাইক থেকে ছিটকে পড়ে গিয়ে নিহত হয়। সে উপজেলার খারামোরা গ্রামের হিরো রেমা-এর মেয়ে। এ ঘটনায় হিরামন চিরানের নানী হেলেনা চিরান গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে উপজেলার বাবেলাকোনা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যালয়ের উদ্যোগে বিতরণকৃত শীতবস্ত্র নেওয়ার জন্য হিরামন চিরান তার নানী হেলেনা চিরানের সাথে বাড়ি থেকে বাবেলাকোনায় যাচ্ছিল। এ সময় মায়ের মাজার এলাকায় চলন্ত ইজিবাইক থেকে নানী হেলেনা চিরান ও হিরামন চিরান সড়কে পড়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হিরামন চিরানকে মৃত ঘোষণা করেন। আর তার নানী হেলেনা চিরানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। শ্রীবরদী থানার এস.আই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।