শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন

নকলায় মোহাম্মদ মোজাম্মেল হক প্রিমিয়ার লীগ উদ্বোধন

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৩০০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

শেরপুর জেলার নকলা উপজেলার প্রয়াত মোহাম্মদ মোজাম্মেল হকের স্মৃতি স্মরণে প্রথম বারেরমতো ‘মোহাম্মদ মোজাম্মেল হক প্রিমিয়ার লীগ’-এর উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে ২ জানুয়ারি শনিবার বিকেলে মোজাকান্দা গ্রামের শাহ আজিজুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহ মো. মতিউর রহমানের সভাপতিত্বে ও শাহ মো. মোদাব্বির-এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত মোহাম্মদ মোজাম্মেল হকের সুযোগ্য সন্তান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারন সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, যুবলীগ নেতা শিক্ষক নূরে আলম সিদ্দিকী উৎপল, শাহ মো. শামছুল হুদা, উপসহকারী কৃষি অফিসার শাহ মো. সুলতান, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে ওসমান গণি পারভেজসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন এলাকার ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রয়াত মোহাম্মদ মোজাম্মেল হকের স্মৃতি স্মরণে ‘মোহাম্মদ মোজাম্মেল হক প্রিমিয়ার লীগ’ নামে এই লীগটি এ বছরই প্রথম শুরু হলো।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।