বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় নিহত-৪, আহত-৩ শেরপুরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা, হাসপাতাল তত্ত্বাবধায়কের প্রত্যাহারের দাবীতে আল্টিমেটাম শেরপুর বিশ্ব নিউমোনিয়া দিবস উদযাপন ও এ্যাডভোকেসি সভা নকলায় বিশ্ব নিউমোনিয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীরা পেলো উদ্দীপণা পুরষ্কার নকলায় শিশুদের মাঝে ছড়া/কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ শেরপুরে ডি.কে.আই.বি জেলা শাখার নবনির্বাচিতদের শপথ গ্রহণ Nat’l Revolution and Solidarity Day observed in Nakla নকলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে নকলায় উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধনসহ ইউপি কার্যালয় পরিদর্শন

নকলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের স্মারকলিপি প্রদান

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৪১৮ বার পঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুর জেলার নকলা উপজেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের ৫ দফা দাবী আদায়ের লক্ষে যথাযথ কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরের দিকে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ইউএসইও) মোহাম্মদ আব্দুর রশিদ এর নিকট স্মারকলিপি প্রদান করেন। এসময় বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

তাদের উল্লেখযোগ্য ৫ দফা দাবীগুলো হলো- ১১তম গ্রেডে বেতন প্রদান, পদ-পদবী পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা নির্ধারণ, চাকরিবিধি অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ, তথ্য প্রযুক্তির এ যুগে তাদের কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সরকারি কর্মচারীদের মতো পদোন্নতি প্রদান ও দেশের সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো জাতীয়করণ করা।

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ নকলা উপজেলা শাখার নেতৃন্দরা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বিভিন্ন অবহেলা-অবজ্ঞা নিয়ে দিন কাটাতে হচ্ছে। কিন্তু তৃতীয় শ্রেণির কর্মচারীদের স্বচ্ছাতা ভিত্তিতে সফল কর্ম ছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন অসম্ভব। তারা বলেন, আমাদের স্বচ্ছতার ভিত্তিতে কাজের ফলশ্রুতিতে এদেশের শিক্ষাখাত আজ বিশ্বদরবারে ননন্দি। শিক্ষার মানোন্নয়নে স্মারকলিপিতে স্বচ্ছ ও ভালো কাজের স্বীকৃতি সরূপ হলেও অবিলম্বে তাদের ৫ দফা দাবী মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।