স্টাফ রিপোর্টার:
দিনাজপুর জেলার ফুলবাড়ী পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় মনোনিত প্রার্থীসহ বর্তমান মেয়রকে পরাজিত করে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মাহামুদ আলম লিটন মেয়র হিসেবে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
২৮ ডিসেম্বর সোমবার প্রথম ধাপে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নির্বাচনে বর্তমান মেয়র মো. মুরতুজা সরকার মানিকসহ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমানের ভাই নৌকা প্রতীকের প্রার্থী মো. খাজা মইন উদ্দীন ও বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী মো. শাহাদাৎ আলীকে পরাজিত করে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মাহামুদ আলম লিটন পৌর মেয়র নির্বাচিত হন।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুয়ায়ী- বিএনপির বিদ্রোহী প্রার্র্থী মো. মাহামুদ আলম লিটন নারকেল গাছ প্রতীকে ৭ হাজার ৭৫০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র মো. মুরতুজা সরকার মানিক জগ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪০ ভোট। আর আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মো. খাজা মইন উদ্দীন নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৬০ ভোট ও বিএনপির মনোনিত প্রার্থী মো. শাহাদাৎ আলী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪২ ভোট। জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের একাধিক সূত্র এসকল তথ্য নিশ্চিত করেছে।
ফুলবাড়ী পৌরসভার মোট ভোটার ২৭ হাজার ৯৩১ জন, এরমধ্যে ২১ হাজার ৩৪০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা মোট ভোটার সংখ্যার প্রায় ৭৬ শতাংশ।