বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন বিষয়ক সচেতনতামূলক সভা ভাগ্নার জন্মদিন উপলক্ষে ২০২০ সালে লেখা সদ্য প্রয়াত মার্জেনা চৌধুরী’র কবিতা ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় নকলা প্রেসক্লাব পরিবারের পূজামন্ডপ পরিদর্শন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় নকলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ফাহিম চৌধুরীর শারদীয় শুভেচ্ছা বিনিময় আর্থিক অনুদান প্রদান নকলায় বন্যাক্রান্ত পূজামন্ডপে পূজা উদযাপন পরিষদের সহায়তা প্রদান নকলা-নালিতাবাড়ীর বন্যার্তদের পাশে প্রকৌশলী ফাহিম চৌধুরী নকলা ও ফুলপুরের বন্যার্তদের পাশে নকলার সিনিয়র-জুনিয়র বন্ধুমহল শেরপুরে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী : সর্বমহলে প্রশংসা নকলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৩ শতাধিক বন্যার্তের মাঝে খাবার বিতরণ নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

গফরগাঁও পৌর নির্বাচনে ১২৫৮৮ ভোটের মধ্যে নৌকা মার্কায় পড়েছে ১২৩৯৮টি

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৩১১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি;

ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভার নির্বাচনে মেয়র পদে নৌকা ও ধানের শীষে বৈধ ভোট পড়েছে ১২ হাজার ৫৮৮ টি, এর মধ্যে নৌকা প্রতীকে ভোট পড়েছে ১২ হাজার ৩৯৮টি ও ধানের শীষে ভোট পড়েছে মাত্র ১৯০টি।

ফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এস.এম ইকবাল হোসেন সুমন (নৌকা প্রতীক) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী শাহ আবদুল্লাহ আল মামুন (ধানের শীষ) এর চেয়ে ৬৫ গুণ বেশি ভোট পেয়ে গফরগাঁও পৌরসভার মেয়র হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাছাড়া এ নির্বাচনে সংরক্ষিত মহিলা তিন কাউন্সিলর হিসেব যথাক্রমে শামছুন নাহার শিখা, নিলুফা ইয়াসমিন রত্না ও মোছা. পারভীন আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর ওয়ার্ড কাউন্সিলর পদে যথাক্রমে সিহাব উদ্দিন, আরিফুল ইসলাম ভূঁইয়া, আজিজুল হক, মো. সোরহাব উদ্দিন, মশিউর রহমান কিরণ, মো. আমান, শাহজাহান সাজু, মো. বাবুল হুসেন ও ফয়জুর রহমান জীবন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

পৌর নির্বাচনের প্রথধাপে ২৮ ডিসেম্বর সোমবার সারাদেশের ২৪টি পৌরসভায় ভোট গ্রহন করা হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। এ নির্বাচনের অংশ হিসেবে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।