নিজস্ব প্রতিবেদক:
শেরপুর জেলার নকলা উপজেলায় দারুল উলুম মাদরাসার কৃতি শিশু শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ২৭ ডিসেম্বর রবিবার দুপুরের দিকে নকলা বাসস্ট্যান্ড সংলগ্ন মাদ্রাসার মাঠে মাদ্রাসার মুহতামিম মুফতি আনসারুল্লাহ্ তারা আলম-এর সভাপতিত্বে এক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার শিক্ষক মুফতি ফিরদাউস ওয়াহেদী’র সঞ্চালনায় এ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নকলা বড় জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা হারেজ উদ্দীন, বাউসা দিশারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, কায়দা বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. ওলি উল্লাহ, রাজধানী ঢাকার আমিন বাজার মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি এমদাদুল হক, নকলা বড় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা উসমান গণি, নকলা বাজার বায়তুল আমান কাচারি মসজিদের ইমাম হাফেজ মারুফ হাসান, মোহাম্মদিয়া কওমিয়া মাদরাসার মুহতামিম হাফেজ সায়েদুল ইসলাম, নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ্ আল-আমিন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামানসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
এ মাদ্রাসার প্রতি শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে গিফ্ট হ্যাম্পার ও জিপিএ ৫ প্রাপ্ত ৬৪ শিক্ষার্থীর হাতে শুভেচ্ছা পুরষ্কার হিসেবে পরিবেশ বান্ধব বিভিন্ন গাছের চারা তুলে দেওয়া হয়।