সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন

শেরপুরের নকলায় কৃষকদের সাথে কৃষিমন্ত্রণালয় সচিবের মতবিনিময়

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৫৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

শেরপুর জেলার নকলা উপজেলায় সমলয়ে বোরোধান চাষে স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠান করেছেন কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব মো. মেসবাহুল ইসলাম। ২৬ ডিসেম্বর শনিবার দুপুরের দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আলহাজ্ব কৃষিবিদ মো. আসাদুল্লাহ এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাশ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব মো. মেসবাহুল ইসলাম।

এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএডিসি ঢাকার চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম, কৃষি  মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. হাসানুজ্জামান কল্লোল, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক পরিচালক কৃষিবিদ মো. আব্দুল মাজেদ, শেরপুর জেলা প্রশাসক আনার কলি মাহবুব এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শেরপুর খামার বাড়ির উপপরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বানেশ্বরদী ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মো. মাজহারুল আনোয়ার মহব্বত প্রমুখ।

মতবিনিময় সভা শেষে অতিথিবৃন্দরা স্থানীয় বিভিন্ন বোরো ধানের বীজতলা ও বিভিন্ন কৃষি মাঠ পরিদর্শন করেন। এসময় নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমানসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা, আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় কৃষক-কৃষাণী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এ মত বিনিময় সভায় প্রধান অতিথি মাননীয় সচিব মো. মেসবাহুল ইসলাম তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে জানান- সমলয়ে বোর ধান চাষ পদ্ধতিতে ট্রেতে ধান বীজ বপনের ১৫ দিন পরেই তা মাঠে রোপন করার উপযোগী হয়। এ পদ্ধতিতে বোরো চাষ করলে হাতের সাহায্য ছাড়াই রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে ক্ষেতে ধানের চারা রোপণ করা সম্ভব। পরবর্তীতে এ ক্ষেতের ধান পাকলে হাতের সাহায্য ছাড়াই হার্ভেস্টার মেশিনের মাধ্যমে একসাথে ধান কাটা থেকে শুরু করে প্যাকেটজাত করা সম্ভব হয়। এতে করে একদিকে যেমন ফলন ভালো পাওয়া যায়, অন্যদিকে কৃষকের সময় ও অর্থ উভয়ই বাঁচে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে মাননীয় সচিব আরও জানান, কৃষিবান্ধব বর্তমান সরকার কৃষি ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে বিপ্লব ঘটিয়ে ফসলের জাত উদ্ভাবনে বাংলাদেশ আজ বিশ্বের শীর্ষে। তথ্য মতে, ধান ও সবজি উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছে। তাছাড়া চাল, মাছ ও ছাগল উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বের চতুর্থ, আম উৎপাদনে সপ্তম ও আলু উৎপাদনে বিশ্বের মধ্যে অষ্টম অবস্থানে আছে।

মাননীয় সচিব, অতিরিক্ত সচিব, জেলা প্রশাসক, মহাপরিচালকসহ অন্যান্যরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে উপস্থিত হলে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান ও উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।