নিজস্ব প্রতিবেদক:
শেরপুর জেলার নকলা উপজেলায় ৩ কেজি গাঁজাসহ সুজন মিয়া (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটকের পরে আদালতে প্রেরণ করেছে থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার পাঁচকাহুনিয়া এলাকায় অভিযান চালিয়ে বি.এম টেকনিক্যাল এন্ড বি.এম কলেজের সামনে থেকে গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত সুজন মিয়া পাঁচকাহুনিয়া গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, সুজন মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাকে শুক্রবার রাতে ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করার পরে নকলা থানায় একটি নিয়মিত মামলা রুজু করে শনিবার দুপুরের দিকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।