বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন

৮ মাস পর মুক্ত হলেন ফটোসাংবাদিক শফিকুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৩০০ বার পঠিত

দীর্ঘ আট মাস কারাভোগের পর শুক্রবার (২৫ডিসেম্বর) জামিনে মুক্ত হলেন ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল।

তার ছেলে মনোরম পলক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বেলা সোয়া ১১ টার দিকে তার বাবা কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান।

এর আগে কয়েক দিন ‘নিখোঁজ’ থাকার পর গত ৩ মে শফিকুল ইসলাম কাজলের খোঁজ পাওয়া যায়। এর আগের দিন শনিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে ছেলে মনোরমের সঙ্গে বাবা শফিকুলের কথা হয়। বেনাপোল থানার একজন পুলিশ সদস্যের ফোন থেকে তিনি পরিবারের সঙ্গে কথা বলেন।

বেনাপোল থানার দায়িত্বরত পুলিশ সদস্য ওবায়দুর রহমান বলেন, ‘শনিবার রাতে বিজিবি এক ব্যক্তিকে তাদের কাছে দিয়ে যান। পরে তারা জানতে পারেন এই ব্যক্তিই নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল।’

উল্লেখ্য, গত ১০ মার্চ সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলের ‘পক্ষকাল’-এর অফিস থেকে বের হন সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। এরপর থেকে তার কোনও সন্ধান না পেয়ে পরদিন ১১ মার্চ চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন। ১৩ মার্চ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শফিকুল ইসলাম কাজলকে সুস্থ অবস্থায় ফেরত দেওয়ার দাবি জানায় তার পরিবার।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।