নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুর জেলার নকলা উপজেলায় মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়েছে। ২৫ ডিসেম্বর শুক্রবার পৌরসভার কায়দা এলাকার বঙ্গবন্ধু ক্রিকেট ক্লাবের আয়োজনে কায়দা মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল কাদির।
উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকছেদুল মমিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাব্বিনুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ঝিকরুল হাসান পিকুল, ছাত্রলীগ কর্মী সাদ্দাম সরকার ও শ্যামল, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক মো. মোফাজ্জল হোসেন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় ক্রিকেটার, বিভিন্ন বয়স ও শ্রেণীর ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন- আমরা প্রতি বছর কায়দা এলাকার যুব সমাজ মিলে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকি; কিন্তু এবছর করোনা ভাইরাস (কোভিট-১৯) এর সংক্রমণ বিবেচনা করে তথা জনসমাগম এড়াতে বড় পরিসরে কোন খেলার আয়োজন করিনি। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শেষ হলে ক্রীড়ামোদীদের চাহিদা অনুযায়ী সময় সুযোগে বার্ষিক ক্রীড়ার আয়োজন করবেন বলে তারা জানান।