নিজস্ব প্রতিবেদক:
শেরপুর জেলার নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের বারারচর এলাকার স্থানীয় এক সমিতির ১০ সদস্যের মাঝে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর পল্লী প্রগতি কর্মসূচির আওতায় নগদ একলাখ ৯৫ হাজার টাকা ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে।
উপজলা বিআরডিবি মিলনায়তনে পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে এক বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাভোগী সদস্যদের (বাঁশ শিল্পী) হাতে তুলে দেওয়া হয়।
এসময় অন্যান্যদের মধ্যে- সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (এআরডিও) মো. মজিবর রহমান, জুনিয়র পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, মনিরুল ইসলামসহ সুবিধাভোগী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা বিআরডিবি অফিসার মো. মোশাররফ হোসেন বলেন, এমন ঋণদান কার্যক্রম আমাদের নিয়মিত কাজের অংশ। আমরা নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) হেড অফিসের নির্দেশনা মোতাবেক, উপজেলা বিআরডিবি’র সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান ও কমিটির অন্যান্যদের পরামর্শক্রমে ঋণদানের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দিয়ে আসছি। এতে করে উপজেলার নিম্ন আয়ের অনেক পরিবার আজ আয়ের নতুন পথ খোঁজে পেয়েছেন, তাদের অনেকেই হয়েছেন স্বাবলম্বী।