নকলা প্রতিনিধি:
নানা কর্মসূচির মধ্যদিয়ে শেরপুর জেলার নকলা উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ৯ ডিসেম্বর বুধবার উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলার ৫ নারী জয়িতাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমীনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানগন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক হেলালী বেগম, দিলরুবা, সাদিয়া আক্তার, আইনুন নাহারসহ ওই কার্যালয়ের বিভিন্ন ক্যাটাগরির প্রশিক্ষক, নারী জয়িতা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন এলাকার নারী সমিতির সভানেত্রী ও সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় ৫ নারী জয়িতাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। জয়িতারা হলেন- অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী পৌরসভার বাজারদী এলাকার আব্দুল আজিজের মেয়ে সুলতানা পারভীন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী পৌরসভার ইশিবপুর এলাকার লুৎফর রহমানের মেয়ে আঞ্জুমানারা আনিকা, সফল জননী নারী হিসেবে সাফল্য অর্জনকারী নারী চন্দ্রকোনা ইউনিয়নের জানকীপুর এলাকার আফসর আলীর মেয়ে সাহিদা বেগম, নির্যাতন বিভিষিকা মুছেফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে এমন সাফল্য অর্জনকারী নারী গৌড়দ্বার ইউনিয়নের গৌড়দ্বার গ্রামের সদরুজ্জামানের মেয়ে নিলুফা আক্তার খানম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সাফল্য অর্জনকারী নারী পৌরসভার কুর্শাবাদাগৈড় এলাকার আব্দুল হাকিমের মেয়ে ছালেহা খাতুন।